ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বটবৃক্ষ বাঁচাতে তেলেঙ্গানায় ডালে ডালে ‘স্যালাইন বোতল’

আর্ন্তজাতিক: ভারতের তেলেঙ্গানা রাজ্যে ৭০০ বছরের পুরোনা একটি বট গাছকে উইপোকার হাত থেকে বাঁচাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।আইভি স্যালাইনের বোতলে পানি মেশানো কীটনাশক ভরে ঝুলিয়ে দেওয়া হয়েছে গাছটির ডালে ডালে; ঠিক যেভাবে অসুস্থ রোগীকে হাসপাতালে স্যালাইন দেওয়া হয়। বিবিসি জানিয়েছে, প্রায় তিন একর জমির ওপর ডালপালা ছড়ানো এই গাছটিকে বিশ্বে এ জাতের দ্বিতীয় বৃহৎ বটগাছ বলে ধারণা করা হয়। প্রতিবছর বহু মানুষ গাছটি দেখতে যায় বলে, ওই এলাকা একটি পর্যটন কেন্দ্রের রূপ পেয়েছে।এনডিটিভি’র খবরে বলা হয়, তেলেঙ্গানার মহাভুবনগড় জেলার ওই বটগাছটি পরিচিত পিল্লালামারি বা পিরলামারি নামে। উইয়ের আক্রমণে ক্ষতিগ্রস্ত একটি ডাল ভেঙে পড়লে গতবছর ডিসেম্বর থেকে সেখানে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করা হয়। তখনই গাছটি বাঁচাতে উদ্যোগী হন স্থানীয় কর্মকর্তারা।বিশাল ওই বটবৃক্ষের প্রতি দুই মিটার অন্তর অন্তর এখন কীটনাশকের বোতল ঝুলিয়ে দেওয়া হয়েছে। উইয়ের বিস্তার ঠেকাতে বটের শেকড়েও কীটনাশক দেওয়ার ব্যবস্থা হয়েছে। মহাভুবনগড়ের বন কর্মকর্তা চুক্কা গঙ্গা রেড্ডি টাইমস অব ইনডিয়াকে বলেন, তারা প্রথমে গাছের আক্রান্ত অংশে ফুটো করে সেখানে কীটনাশক দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় স্যালাইন বোতল ঝুলিয়ে উই আক্রান্ত অংশে ফোঁটায় ফোঁটায় কীটনাশক দেওয়ার ব্যবস্থা করেন। এই ব্যবস্থায় কিছুটা কাজ হচ্ছে বলে তাদের মনে হয়েছে।পাশাপাশি উইয়ের আক্রমণে ক্ষতিগ্রস্ত ডালগুলো যাতে নিজেদের ভারে ভেঙে না পড়ে, সেজন্য কংক্রিটের কলাম তুলে ঠেকা দেওয়ার ব্যবস্থা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, গাছটির অবস্থা এখন স্থিতিশীল। সব ঠিক থাকলে পর্যটকদের শিগগিরই আবার দেখার অনুমতি দেওয়া হবে।তবে এবার আর তারা গাছের একেবারে নিচে যেতে পারবেন না। তাদের দেখতে হবে গাছ ঘিরে দেওয়া বেড়ার বাইরে থেকে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |