ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বড়পুকুরিয়া কয়লা খনিতে আর্থিক অনুদানের চেক বিতরণ

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ১৬লাখ ৭০হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১৩ আগস্ট) সকাল ১০ টায় খনির মনমেলা হল রুমে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাত থেকে ৬জন ব্যক্তিসহ ৭১টি প্রতিষ্ঠানকে আর্থিক অনুদানের এ চেক বিতরণ করা হয়।
আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খনির মহাব্যবস্থাপক-জিএম (প্লানিং এ- এক্সপ্লোরেশন) এটিএম নূর উজ জামান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার, পার্বতীপুর পৌরসভা মেয়র মো. আমজাদ হোসেন ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. সানাউল্লাহ। অনুষ্ঠানে ৬জন সহ ৪১টি মসজিদ ২টি মন্দির, ১৫টি মাদ্রাসা, ৫টি স্কুল ও কলেজ, ২টি ঈদগাহসহ ৭১টি প্রতিষ্ঠানকে প্রায় ১৬লাখ ৭০হাজার টাকার অনুদানের চেক স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানদের হাতে তুলে দেন প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |