ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বদলে যেতে চান হিমু

বিনোদন: টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। একটা সময় কমেডি নাটকে তাকে বেশি দেখা যেত। কিন্তু এখন শুধু কমেডি নাটকেই নিজেকে বন্দি রাখেননি। অ্যকাশন-কমেডি দু’ধরনের গল্পের নাটকে তাকে পাওয়া যায়। এই অভিনেত্রীর ভাষ্য, আমি কখনো একই ধরনের চরিত্রের মধ্যে নিজেকে দেখতে চাই না। আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের মনে দাগ কাটতে চাই।দর্শক এরইমধ্যে বেশ কিছু অ্যাকশন ধারাবাহিকেও আমাকে পেয়েছেন। সেই ধারাবাহিকগুলোতে আমার চরিত্র-গেটআপ ও মেকআপ সবকিছুতে ভিন্নতা রয়েছে। সত্যি বলতে একজন শিল্পীকে নির্মাতা ইচ্ছে করলেই অনেক সুন্দরভাবে পর্দায় উপস্থাপন করতে পারেন। তিনি আরো বলেন, আমি এখন সব সময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার জন্য অপেক্ষা করি। নিজেকে অনেক বদলে নিয়েছি। চরিত্রের প্রয়োজনে আমার বদলে যেতে কোনো বাধা নেই। হোমায়রা হিমু বর্তমানে ব্যস্ত আছেন হাসান জাহাঙ্গীরের ‘চাপাবাজ’, ‘অ্যাকশান গোয়েন্দা’, জিএম সৈকতের ‘ডিবি’, ফরিদুল আসানের ‘কমেডি ৪২০’ ও সাজ্জাদ হোসেন দোদুলের ‘ছায়াবিবি’ শীর্ষক ধারাবাহিকগুলো নিয়ে। ছোট পর্দার বাইরে বড় পর্দায়ও এই অভিনেত্রী কাজ করেছেন। মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। পরে চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত ‘এক কাপ চা’ চলচ্চিত্রে অতিথি শিল্পী হিসেবেও তাকে দেখা গেছে। কিন্তু এরপর এখনো নতুন কোনো চলচ্চিত্রে নেই তিনি। চলচ্চিত্রের নির্মাতাদের সঙ্গে তার সখ্য নেই, তাই হয়তো তাকে নিয়ে কোনো আগ্রহ প্রকাশ করেন না বলে তিনি মন্তব্য করেন।
হিমু বলেন, আমাদের চলচ্চিত্রে অনেক কিছু মেনটেইন করতে হয়। সেগুলো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ছোট পর্দার কাজ নিয়ে ভালো আছি। কোনো নির্মাতা যদি নিজ থেকে আমাকে নিয়ে কাজ করতে ইচ্ছে প্রকাশ করেন তাহলে গল্প ও চরিত্র বুঝে অবশ্যই কাজ করবো।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |