বদলে যেতে চান হিমু


বিনোদন: টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। একটা সময় কমেডি নাটকে তাকে বেশি দেখা যেত। কিন্তু এখন শুধু কমেডি নাটকেই নিজেকে বন্দি রাখেননি। অ্যকাশন-কমেডি দু’ধরনের গল্পের নাটকে তাকে পাওয়া যায়। এই অভিনেত্রীর ভাষ্য, আমি কখনো একই ধরনের চরিত্রের মধ্যে নিজেকে দেখতে চাই না। আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের মনে দাগ কাটতে চাই।দর্শক এরইমধ্যে বেশ কিছু অ্যাকশন ধারাবাহিকেও আমাকে পেয়েছেন। সেই ধারাবাহিকগুলোতে আমার চরিত্র-গেটআপ ও মেকআপ সবকিছুতে ভিন্নতা রয়েছে। সত্যি বলতে একজন শিল্পীকে নির্মাতা ইচ্ছে করলেই অনেক সুন্দরভাবে পর্দায় উপস্থাপন করতে পারেন। তিনি আরো বলেন, আমি এখন সব সময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার জন্য অপেক্ষা করি। নিজেকে অনেক বদলে নিয়েছি। চরিত্রের প্রয়োজনে আমার বদলে যেতে কোনো বাধা নেই। হোমায়রা হিমু বর্তমানে ব্যস্ত আছেন হাসান জাহাঙ্গীরের ‘চাপাবাজ’, ‘অ্যাকশান গোয়েন্দা’, জিএম সৈকতের ‘ডিবি’, ফরিদুল আসানের ‘কমেডি ৪২০’ ও সাজ্জাদ হোসেন দোদুলের ‘ছায়াবিবি’ শীর্ষক ধারাবাহিকগুলো নিয়ে। ছোট পর্দার বাইরে বড় পর্দায়ও এই অভিনেত্রী কাজ করেছেন। মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। পরে চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত ‘এক কাপ চা’ চলচ্চিত্রে অতিথি শিল্পী হিসেবেও তাকে দেখা গেছে। কিন্তু এরপর এখনো নতুন কোনো চলচ্চিত্রে নেই তিনি। চলচ্চিত্রের নির্মাতাদের সঙ্গে তার সখ্য নেই, তাই হয়তো তাকে নিয়ে কোনো আগ্রহ প্রকাশ করেন না বলে তিনি মন্তব্য করেন।
হিমু বলেন, আমাদের চলচ্চিত্রে অনেক কিছু মেনটেইন করতে হয়। সেগুলো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ছোট পর্দার কাজ নিয়ে ভালো আছি। কোনো নির্মাতা যদি নিজ থেকে আমাকে নিয়ে কাজ করতে ইচ্ছে প্রকাশ করেন তাহলে গল্প ও চরিত্র বুঝে অবশ্যই কাজ করবো।