ঢাকা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ ইং | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বন বিভাগের অনুমোদন ছাড়াই গাছ বিক্রয় করেছেন স্কুল কর্তৃপক্ষ 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের তিনটি গাছ বন বিভাগের অনুমোদন ও কোন ধরনের টেন্ডার ছাড়াই বিক্রি করে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের সামনে থাকা একটি  আমগাছ ও দুটি মেহগনি গাছ কেটে ফেলছেন ক্রেতা আতাউর রহমান৷ গাছ কাটতে নেওয়া হয়নি অনুমোদন।
গাছ ক্রেতা আতাউর রহমান বলেন, একটা আম গাছ ও দুটা মেহগনি গাছসহ তিনটা গাছ আমি ৬০,০০০ হাজার টাকায় কিনেছি । তাদের টাকা পরিশোধ করেই আমি গাছ কাটা শুরু করেছি৷
এ বিষয়ে জানতে চাইলে খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিরুল ইসলাম বলেন, গাছগুলোর মালিকানা আমাদের হলেও জমির মালিকানা পানি উন্নয়ন বোর্ডের৷ তারা ক্যানেল খননের কাজ করছে সেজন্য আমাদের গাছগুলো সরিয়ে ফেলতে বলেছে। আমরা কমিটির সাথে কথা বলে গাছগুলো বিক্রি করে দিয়েছি ৫৭,০০০ হাজার টাকায়। বন বিভাগের কোন অনুমতি নেওয়া হয়নি৷ আর এ বিষয়ে উর্ধ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি৷
পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রধান কর্মকর্তা ভানু সিং বলেন, ক্যানেল খননের কাজ চলছে। স্রোতের সমস্যা সৃষ্টি করে এমন গাছগুলো সরিয়ে ফেলতে বলা হয়েছে।
এ বিষয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা সোহেল রানা বলেন, আমরা এ বিষয়ে অবগত নই। আমাদের জানানো হয়নি।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ শামসুজ্জামান বলেন, কোন টেন্ডার ছাড়াই গাছ গুলো কাটা ঠিক হয়নি। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

You must be Logged in to post comment.

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস     |     মেহেরপুরের পিরোজপুর গ্রামের কলা ব্যবসায়ীর ছাদ থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার     |     বিজয়ের মাস উদযাপনে মেহেরপুর-২ আওয়ামীলীগের প্রার্থী ডা. সাগরের সংবাদ সম্মেলন     |     গাংনীর কাজীপুর গ্রামে আদালতে বিচারাধীন জমি দখলে নিতে ভিখারিনীর বাড়ি ঘর ভাংচুর করে উচ্ছেদ করার অভিযোগ     |     পার্বতীপুর পৌরসভাকে মেয়রের ফিস্টুলামুক্ত ঘোসনা     |     মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |