ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ববিতার কৃতজ্ঞতা আজীবন সম্মাননা প্রাপ্তিতে

বিনোদন ডেস্ক:: বৃহস্পতিবার ঘোষিত ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নায়ক ফারুকের সঙ্গে যৌথভাবে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন এর আগে সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। শিগগিরই প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করবেন। অভিনয় জীবনের সর্বোচ্চ প্রাপ্তি হিসেবে ‘আজীবন সম্মাননা’কে বিবেচনা করে ববিতা বলেন, বাংলাদেশের স্বাধীনতার পতাকা হাতে নিয়ে এদেশকে বিশ্ব দরবারে পরিচিত করার জন্য আমি বুড়িগঙ্গা থেকে ভলগা হয়ে আটলান্টিক ও মিসিসিপি অতিক্রম করে ঘুরেছি একের পর এক দেশ ও মহাদেশ। চলচ্চিত্রে অভিনয়ের শুরু থেকে সবসময় আমি গল্প, চরিত্র এমনভাবে পছন্দ করে গেছি সেই গল্প, চরিত্র যেন সমাজের উপকারে আসে, দেশের উপকারে আসে। প্রয়োজনে আমি বিনা পারিশ্রমিকেও কাজ করেছি। চলচ্চিত্রে যার অনুপ্রেরণায় আমার পদার্পণ তিনি শ্রদ্ধেয় জহির রাহয়ান।এরপর যাদের নাম বিশেষত আমি বলতে চাই তারা হচ্ছেন শ্রদ্ধেয় খান আতাউর রহমান, সুভাষ দত্ত, নারায়ণ ঘোষ মিতা, কাজী জহির, শেখ নিয়ামত আলী, আবদুল্লাহ আল মামুন, আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম এবং সর্বোপরি অভিনয়ের বাইরেও যিনি আমাকে পরিবারের একজন মানুষ হিসেবেই সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন আমাদের নায়করাজ রাজ্জাক। বিশ্ববরেণ্য অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। কারণ তার ‘অশনি সংকেত’ চলচ্চিত্রে অভিনয় করেই আন্তর্জাতিক অঙ্গনে আমার পরিচিতি গড়ে উঠে। আমার মায়ের মৃত্যুর পর আমাকে আগলে রেখেছেন বড় বোন সূচন্দা আপা এবং সবসময়ই ছায়ার মতো পাশে থেকেছে আমার ছোট বোন চম্পা। আমার একমাত্র সন্তান অনিকই এখন আমার পৃথিবী, আমার বেঁচে থাকার প্রেরণা। অবশ্যই এদেশের সিনেমাপ্রেমী দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ তাদের ভালোবাসা, উৎসাহে আমি নিজেকে এগিয়ে নিয়ে গেছি। হয়েছি আজকের পরিপূর্ণ ববিতা। দেশের সংবাদ মাধ্যমের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তারা আমার ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে আমাকে উৎসাহ দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন সবসময়। বর্তমান সরকার চলচ্চিত্র বান্ধব, শিল্প অনুরাগী। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। উল্লেখ্য, এখন পর্যন্ত যেসব চলচ্চিত্রের জন্য ববিতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেগুলো হচ্ছে-‘বাদী থেকে বেগম’, ‘বসুন্ধরা’, ‘নয়নমনি’, ‘পোকা মাকড়ের ঘর বসতি’, ‘রামের সুমতি’, ‘কে আপন কে পর’ ও ‘হাছন রাজা’।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |