বলউড অভিনেত্রী শ্রীদেবী আর নেই, বলিউডে শোকের ছায়া


নিউজ ডেক্স : বলউডের বরেণ্য অভিনেত্রী শ্রীদেবী আর নেই। গতকাল ৫৪ বছর বয়সে রাত ১১ টার সময় দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতু্বরণ করেন তিনি। শ্রীদেবী তার ভাতিজা মোহিত মারওয়াহ’র বিয়ে উপলক্ষে স্বামী বনি কাপুর এবং দুই সন্তানসহ কাপুর পরিবারের অন্যান্যের সঙ্গে দুবাইয়ে অবস্থান করছিলেন।
তার মৃত্যুর খবরে মাঝরাতেই বলিউড অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অনেকেই শ্রীদেবীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অমিতাভ বচ্চন, পিয়াঙ্কা চোপড়া, প্রীতি জিনতা, জ্যাকুলিন ফার্নান্দেজ, আদনান সামি, সুস্মিতা সন, এ আর রহমান, আনুশকা শর্মা, রিতেশ দেশমুখ সহ অসংখ্য তারকা টুইট করেছেন।