বহিষ্কৃত ২৩ কূটনীতিকের নামের তালিকা পেয়েছে রাশিয়া

বহিষ্কৃত ২৩ রুশ কূটনীতিকের নামের তালিকা লন্ডন মস্কোর কাছে হস্তান্তর করেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাকারোভা রোশিয়া’২৪ চ্যানেলে ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে একথা জানান। খবর তাসের।
তিনি বলেন, ‘আজ, রাশিয়ার কাছে যে নামের তালিকা হস্তান্তর করা হয়েছে তা আমরা হাতে পেয়েছি। তারা রুশ কূটনীতিক। এদের মধ্যে সামরিক কূটনীতিকও রয়েছেন। এই ২৩ কূটনীতিককে সাতদিনের মধ্যে যুক্তরাজ্য ছাড়তে বলা হয়েছে।’
উল্লেখ্য, গত ৩০ বছরে একসঙ্গে এতসংখ্যক কূটনীতিককে একযোগে বহিষ্কারের ঘটনা এটাই প্রথম।
জাখারোভা জানান, রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্য সরকারের এমন পদক্ষেপের যথাযথ জবাব দেবে মস্কো। এতে কর্মকর্তারা পাল্টা পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছেন। বাসস