বাংলাদেশের স্বল্পন্নত(এলডিসি) স্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষ আটোয়ারীতে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বাংলাদেশের স্বল্পন্নত(এলডিসি) স্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ সোমবার ডাঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ নুর বক্ত এর সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের সহকারী পরিচালক ডা: মোঃ আব্দুল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রাণী । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মোঃ ফখরুল আলম প্রমুখ। সভায় ২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মা শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে বিশেষ সেবা সপ্তাহ সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়।#