বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন স্থগিত


নিউজ ডেস্ক:বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলন হচ্ছে না। চলতি মাসের ৩১ তারিখে সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বর্তমানে তা স্থগিত করা হয়েছে। তবে সম্মেলনের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার বিকেলে বর্তমান কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এসে সন্ধ্যায় মধুর ক্যান্টিনে ৩১ মার্চ সম্মেলন হবে না’ বলে নেতাকর্মীদের নিশ্চিত করেছেন।
এ বিষয়ে এসএম জাকির হোসাইন ৩১ মার্চে সম্মেলন হচ্ছে না বলে জনান। সম্মেলন কবে হবে সে প্রশ্নের উত্তরে তিনি ‘যথাসময়’ এর কথা বলেন। তিনি বলেন, “৩১ মার্চ সম্মেলন হচ্ছে না, তবে সময়মতোই ছাত্রলীগের সম্মেলন হবে। সম্মেলনের তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে।”