বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের মতবিনিময় সভা


পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের দেবীগঞ্জ উপজেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি জনাব মাহবুব হাসান রাজু। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্পাদক জনাব মো:নবীউল ইসলাম, সহ- সভাপতি মো:হামিদুর রহমান, সহ- সভাপতি সফিউল আলম, গৌস-উল-আলম, সহ-সভাপতি মো: গোস-উল-আলম ,সহ-সভাপতি রীনা রানী অধিকারী, সহ-সভাপতি ভবেশ চন্দ্র রায়, সহ-সভাপতি নুরুজ্জামান প্রধান,সহ-সভাপতি মো:মাসুদ হোসেন , যুগ্ম সাধারণাঝদ সম্পাদক হরি প্রসাদ রায়, সাংগঠনিক সম্পাদক মো: শামীম ইসলাম ,মো:মোস্তকিন প্রধান, চিলাহাটি ইউনিয়ন সভাপতি মো: নাসিম হাবিব আল মামুন ,সম্পাদক মো: নুরুজ্জামান, মো: মনোযার হোসেন সহ আরও অনেকে। সভাপতির বক্তব্যে সংগঠনটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি জনাব মাহবুব হাসান রাজু বলেন, স্বাধীনতার এই মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিনে কেক কেটে সবাইকে পালনের আহ্বান জানান। এছাড়াও তিনি প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও সংগঠনটি শক্তিশালী করতে বিভিন্ন রকম দিকনির্দেশনা দেন। এসময় দেবীগঞ্জ উপজেলার পূর্বের সহকারী শিক্ষা কর্মকর্তাকে বিদায় ও নতুন শিক্ষা কর্মকর্তাকে ও নতুন শিক্ষকদের বরণ করে নেয়া হয়। সভায় ২০১৭ ও ১৯ সালের মহাসমাবেশের হিসাব নিকাশ উত্থাপন করা হয়।