ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের সাথে মেহেরপুরে সাংবাদিকদের সেমিনার ও মতবিনিময় সভা

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত“ গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ট সাংবাদিকতা”শীর্ষক সেমিনার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী সেমিনার মেহেরপুর সার্কিট হাউজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এ মতবিনিময় সভায় সহযোগিতা করেন মেহেরপুর জেলা প্রশাসন।
সেমিনারে মেহেরপুর জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) তানভীর হাসান রুম্মন এর সভাপতিত্বে প্রধান্ অতিথি হিসেবে আলোচনা করেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি মো. নিজামুল হক নাসিম। বিশেষ অতিথি হিসেবে আলোচক ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার । এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা পুলিশ সুপারের প্রতিনিধি মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ও প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মো. নিজামুল হক নাসিম প্রেস কাউন্সিলের আইন ১৯৭৪ এর আলোকে সাংবাদিকদের করণীয় শীর্ষক এবং বিশেষ অতিথি হিসেবে আলোচক শ্যামল চন্দ্র কর্মকার সাংবাদিকতার নীতিমালা ও প্রেস কাউন্সিল প্রণীত আচরণ বিধি নিয়ে আলোচনা করেন। তিনি মূলধারার অর্থ্যাৎ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের ্ঐক্যবদ্ধভাবে হলুদ সাংবাদিকদের প্রতিরোধ করার আহবান জানান। তিনি আলোচনার একপর্যায়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সেমিনারে মেহেরপুর জেলার বিভিন্ন প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন জন সাংবাদিক অংশগ্রহন করেন।

You must be Logged in to post comment.

ফুলবাড়ীতে পানিবন্দি আশ্রয়নের ১৬০ পরিবারের মাঝে চাল বিতরণ     |     ঠাকুরগাঁওয়ে তিনদলের নেতারা মিলে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংবাদ সম্মেলন     |     ‘বঙ্গবন্ধুর প্রতি শিশুটির এ যেন এক নিষ্পাপ ভালোবাসা’     |     ঠাকুরগাঁওয়ে কিশোরীকে ২ মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ পুলিশ কনস্টেবল আল-আমিন এর বিরুদ্ধে     |     উন্নয়নে বদলে গেছে নাগরপুর-দেলদুয়ারের জনপদ সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি  সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে অভুতপূর্ব উন্নয়ন     |     যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের রুখতে হবে — সাতক্ষীরায় বাহাউদ্দিন নাছিম     |     গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বাঁশবাড়ীয়া রং পেন্সিল ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে শিশিরপাড়্া টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     স্মার্ট কর্নারই বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন -কবির বিন আনোয়ার     |     মেহেরপুরে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা     |     নদী একটি জীবন্ত সত্তা     |