বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত হওয়ায় রুহিয়ায় আনন্দ শোভাযাত্রা।

মোঃ দুলাল হক, রুহিয়া থানা প্রতিনিধিঃ নিম্ন-আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে উত্তরণে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির গৌরব উদযাপনে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
সকালে রুহিয়া ডিগ্রি কলেজ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে রুহিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে রুহিয়া ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল (ডিগ্রি) মাদরাসা, গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজ, রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুহিয়া সরকারি প্রথমিক বিদ্যালয় সহ রুহিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রী, সরকারী কর্মচারী সহ সর্বসাধারণ অংশগ্রহন করে।