বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আটোয়ারী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা:পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সম্মেলন শুরুর পূর্বে সনাতন ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রায় সহস্্রাধিক লোকজনের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে সম্মেলনের প্রথম অধিবেশন উপজেলা পরিষদ হলরুমে শুরু হয়। এতে উপজেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু ঈশ্বর চন্দ্র বর্মন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি বাবু কল্যান কুমার ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়।
এসময়, আটোয়ারী উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মনোজ রায় হিরু, এ্যাড. পদ্মলোচন দে, হরিশ চন্দ্র রায়, নিতাই চন্দ্র বর্মন, নারায়ণ চন্দ্র ঝাঁ, বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন, বিমল চন্দ্র, কল্যাণ কুমার পালসহ ছয় ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী এবং বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের সহস্্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ, এরিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছিল। সূত্র জানায়, ওই অধিবেশনে আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আটোয়ারী উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা দেয়া হবে