বার বার চেষ্টা করেও নির্বাচন প্রতিহত করতে পারেনি বিএনপি-জামাত: শাজাহান খান


জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, আমরা জখন দেশের রাজনীতির উন্নয়নের কথা বলি তখন বিএনপি ও জামাত শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে চায়, আমরা জখন নির্বাচনের কথা বলি তখন তারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিতে চায়। বার বার প্রতিহত করার ঘোষণা দিয়েছে ২০১৪ ও ২০১৮ সালে পারেনি, এবারও পারবে না। আমরা আছি, জনগণ আছে শেখ হাসিনার সঙ্গে। শেখ হাসিনার শক্তি বাংলার জনগণ এবং আওয়ামীলীগ সহ বিভিন্ন ভ্রান্তি প্রতিক দল।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রাম স্কুল মাঠে আয়োজিত খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামীলীগ সহ বিভিন্ন ভ্রান্তি প্রতিক দলের সংগঠন গড়ে তুলে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য আমরা কাজ করবো।
সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, সদস্য শাকিলুর রহমান সোহাগ তালুকদার, স্থানীয় সাংসদ প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শাহাবুদ্দিন মিয়া সাহা, যুগ্ম-আহবায়ক ফরিদা হাসান পল্লবী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসিবুর রহমান খান, সাবেক জেলা পরিষদ সদস্য নুর জাহান পারুল, সাবেক খালিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হামিদুল শাহ-আলম মিয়াসহ স্থানীয় আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী প্রমুখ।