বালতির পানিতে ডুবে শিশুর করুন মৃত্যু


কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃপানির বালতির মধ্যে পড়ে ১০মাস বয়সী এক কন্যা শিশুর করুন মৃত্যু হয়েছে।এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা বারোটার দিকে কোটচাঁদপুর শহরের সালেমানপুর গ্রামে।নিহত শিশুটি নাম শাম্মিরা। সে শহরের সলেমানপুর তেতুলতলা পাড়ার দিনমজুর ফারুক হোসেনের কন্যা।
দাদি হাসিনা খাতুন জানান , আমার ছেলের বউ শিরিয়া খাতুন বালতিতে কাপড় ধুয়ে, বাড়ির বাইরে কাপড় রোদ্রে শুকাতে দিতে এলে পাশে খেলারত তার শিশু কন্যা শাম্মিরা পানি ভর্তি বালতির মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পর সেখানে ফিরে এসে শিরিয়া খাতুন দেখতে পান মেয়ে শাম্মিরার মাথা বালতি পানির মধ্যে ডুবে আছে, আর পা উপরে উঠে আছে।সাথে সাথে তাকে তুলে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার শারমিন আক্তার শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।