বালিয়াডাঙ্গীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ, আটক স্বামী


মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলাতে পসিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধুর স্বামী মাজহারুল ইসলামকে আটক করা হয়েছে।১০ এপ্রিল
মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার চাড়োল ইউনিয়নের মধ্য চাড়োল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান , বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম। গৃববধু উপজেলার একই ইউনিয়নের সাবাজপুর গ্রামের সমির উদ্দীনের কন্যা। তার দুই ছেলে রয়েছে। একজন ৯ম শ্রেণি ও অন্যজন ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে।
ওসি গৃহবধুর পরিবারের লোকজনের বরাত দিয়ে জানান, ওই গৃহবধুকে কয়েক বছর ধরে তার স্বামী বিভিন্ন ধরণের শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলো। মঙ্গলবার সকালে গম কাটতে মাঠে নিয়ে গিয়ে আবারও তার স্বামীর সাথে ঝগড়ার সৃষ্টি হয়। দুপুরে মাঠ থেকে ফিরে এসে শয়ন ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিলে সেখানে তার মৃত্যু হয়।
চাড়োল ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটাজী মুঠোফোনে সাংবাদিক মজিবর রহমান শেখ কে বলেন, স্থানীয় লোকজন বালিয়াডাঙ্গী থানায় খবর দিলে পুলিশ বিকাল সাড়ে ৫টার সময় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বালিয়াডাঙ্গী থানার ওসি সাংবাদিক মজিবর রহমান শেখ কে বলেন, লাশকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেন নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।