বালিয়াডাঙ্গীতে বৃদ্ধার ৫০ ঝুলন্ত লাশ উদ্ধার


মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলাতে ৫০ বছরের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৪ এপ্রিল
শনিবার বিকাল ৪টায় বালিয়াডাঙ্গী উপজেলার ধনিবস্তী গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে বলে সাংবাদিকদের জানান, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ এবিএম সাজেদুল ইসলাম।
মৃত বৃদ্ধা জরিনা খাতুন (৫০) বালিয়াডাঙ্গী উপজেলার ধনিবস্তী গ্রামের সমশের আলীর স্ত্রী। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১টার সময় জরিনা খাতুনের লাশ ঘরের ভেতর পড়ে থাকতে দেখলে পুলিশকে খবর দেয়। তবে হত্যা না আত্মহত্যা বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার মামলার রুজু চলছে।