বালিয়াডাঙ্গীতে স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা উদ্ধোধন

মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ও নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় ২০ মার্চ মঙ্গলবার দুপুর ১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বিনামূল্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষার উদ্ধোধনী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাঃ ফিরোজ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম বলেন, বতর্মান সরকার স্বাস্থ্য সেবা জনগনের দৌরগড়ায় পৌছে দিতে বদ্ধ পরিকর, তারই অংশ হিসাবে আগামী ২০-২৫ মার্চ স্বাস্থ্য সেবা সপ্তাহ সফল করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সংশ্লিষ্টদের ব্যাপক প্রচারোনার আহব্বান জানান ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল কাসেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন-বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান রাজু,
, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মহসিন আলী, এমটি (ইপিআই) এনামুল হক, সিনিয়র ষ্টাফ নার্স মায়মুনা খাতুন ও স্বাস্থ্য পরিদর্শক মিজানুর রহমান, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ
আলোচনা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) বেবি আক্তারের তত্বাবোধানে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের রক্ত সংগ্রহ করে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষার মধ্যে দিয়ে উদ্ভোধন করেন।