ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিএনপির নেতাদের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে গণমিছিল 

ঠাকুরগাঁও প্রতিনিধি: গণতন্ত্র পুনরুদ্ধার ১০ দফা দাবি ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির অফিসে এসে সমবেত হোন বিএনপির নেতা-কর্মীরা। পরে বিএনপি অফিস থেকে গণমিছিলটি বের হয়ে চৌরাস্তা দিয়ে নরেশ চৌহান সড়ক দিয়ে কালিবাড়ি মোড় প্রদক্ষিণ করে আবার বিএনপি অফিসে এসে শেষ হয়। গণমিছিল শুরুর পূর্বে  বিএনপি নেতা-কর্মীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বক্তব্য রাখেন।
এসময় জেলা যুবদলের সভাপতি আবু নুর তুহিন বলেন, আওয়ামী লীগ সরকার পুলিশ বাহিনীর কারনে ক্ষমতায় রয়েছে। আমি পুলিশ বাহিনীর উদ্দেশ্যে সতর্ক করে বলতে চাই এ সরকার আজীবন ক্ষমতায় থাকবেনা। যারা আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন তাদের মনে রাখবেন। আমরা সবকিছি মনে রেখেছি। জেলে যেতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি তবুও এ সরকারের পতন চাই৷
জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও আমাদের নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।  কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী  আন্দোলনের করার পাশাপাশি স্থানীয় ভাবে আরো কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ হোসেন,
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন ,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,জেলা মহিলা দলের সভাপতি প্যারিস, সেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুর,সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস সহ আরো অনেকে৷

You must be Logged in to post comment.

রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |