বিজিবি’র হেরোইন মামলার পলাতক দেখানো আসামী গ্রেফতার করলো সিআইডি


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র করা একটি হেরোইন মামলার পলাতক দেখানো আসামীকে গ্রেফতার করেছে রাজশাহী সিআইডি’র পুলিশ পরিদর্শক মোঃ শাহীন আকন্দ। গোপন সংবাদের ভিত্তিতে দিনভর কৌশলে অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যা রাত সাড়ে ৭টার দিকে রাজশাহী মহিষালবাড়ী রেলবাজার বয়ারবাড়ী ঘাট থেকে এই পলাতক আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটী (জেলেপাড়া)’র মৃত তাহসান আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম লাদেন (৪৫)। বিজিবি’র এজাহার সুত্র ও রাজশাহী সিআইডি’র পুলিশ পরিদর্শক মোঃ শাহীন আকন্দ জানান, ২০১৬ সালে ২৭ আগষ্ট ১ বিজিবি’র নায়েব সুবেদার রেজাউল করিমের নেতৃত্বে ৭৮ডি/০৭ সীমান্ত পিলার ৩৭ এর ০৭ এস থেকে ১০০গজ বাংলাদেশের অভ্যন্তরের চর রানীনগর এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ২’শ গ্রাম হেরোইন উদ্ধার করে। এঘটনায় ২জন আসামীর মধ্যে প্রধান আসামী পূর্ব কোদালকাটী গ্রামের মোঃ শফিকুল ইসলাম লাদেন (৪৫) এবং গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী মাদারপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে টিপু মিয়া (৩০) কে আসামী করে মামলা দায়ের করা হয়। এঘটনায় ২জন আসামীই জড়িত থাকার প্রমান থাকলেও ১জন আসামীকে বাদ দিয়ে এবং ১নম্বর আসামী মোঃ শফিকুল ইসলাম লাদেনকে পলাতক দেখিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করে এল.আই বিজিবি রাজশাহী। বিজ্ঞ আদালত এই অভিযোগপত্র গ্রহণ না করে সিআইডি অর্গানাইজ ক্রাইম রাজশাহীকে নিদের্শ দেন বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার। এই মামলার দায়িত্ব দেয়া হয় রাজশাহী সিআইডি’র পুলিশ পরিদর্শক মোঃ শাহীন আকন্দকে। দীর্ঘদিন চেষ্টার পর অবশেষে শুক্রবার সন্ধ্যায় বিজিবি’র পলাতক দেখানো সেই আসামী শফিকুল ইসলাম লাদেনকে খুব কৌশলে গ্রেফতার করেছেন তিনি। শনিবার বিকেলে আসামীকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করেছেন রাজশাহী সিআইডি’র পুলিশ পরিদর্শক মোঃ শাহীন আকন্দ। তিনি আরও জানান, আসামী মোঃ শফিকুল ইসলাম লাদেন এই হেরোইন মামলার নিশ্চিত আসামী এবং সে দীর্ঘদিন থেকেই হেরোইন ব্যবসার সাথে জড়িত। সে ছদ্দবেশে এলাকায় ঘোরাফেরা করছিল ঘটনার পর থেকেই।