ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বিপন্ন প্রজাতির কচ্ছপ বিক্রির অপরাধে রাজধানীতে তিন ব্যবসায়ীকে কারাদন্ড

নিউজ ডেক্স : বিপন্ন প্রজাতির কচ্ছপ বিক্রির অপরাধে র‌্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর শাঁখারীবাজার এলাকায় তিনজন ব্যবসায়ীর প্রত্যেককে ৯ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ।
দন্ডপ্রাপ্তরা হচ্ছে- পনির চন্দ্র দাস (৪০), দীপক নন্দী (৫৫) ও ময়না রানী দাস (৩৯)।
র‌্যাব জানায়, শুক্রবার সকাল ৯ টার দিকে রাজধানীর শাখারীবাজার এলাকা থেকে র‌্যাব-১০’র একটি টিম বিপন্ন প্রজাতির কচ্ছপ বিক্রি করার সময় তাদেরকে আটক করে। এরপর তাদের কাছ থেকে বিপন্ন প্রজাতির ৮১টি কচ্ছপ উদ্ধার করা হয়। এসব কচ্ছপের ওজন প্রায় ২শ’ ৪০ কেজি। এসময় র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে এই তিন ব্যবসায়ীকে সাজা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৯টার দিকে রাজধানীর শাখারীবাজার এলাকা থেকে র‌্যাব-১০ এর বন্য প্রাণি অপরাধ দমন ইউনিটের সদস্যরা খবর পেয়ে অভিযান চালায়।
তিনি বলেন, ১২/১৪ জনের একটি সংঘবদ্ধচক্র মুন্সিগঞ্জ ও নরসিংদী থেকে কচ্ছপ সংগ্রহ করে বিক্রি করে আসছিল।
র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) মহিউদ্দিন ফারুকী বাসসকে জানান, আটক ৩জন আদালতের কাছে কচ্ছপ ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি বলেন, পনির চন্দ্র নামে আটক ব্যক্তিকে এর আগেও একই ব্যবসায় জড়িত থাকায় ৬ মাসের কারাদন্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। ৪ মাস জেল খেটে সে পুনরায় কচ্ছপ ব্যবসায় জড়িয়ে পড়ে।
মহিউদ্দিন ফারুকী জানান, আটককৃত কচ্ছপগুলো জাতীয় উদ্যানে উন্মুক্ত স্থানে ছেড়ে দেওয়া হয়েছে।সূত্র- বাসস

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |