বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আবিদের স্ত্রী আর নেই

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । সকাল সাড়ে নয়টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন চিকিৎসক। ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
দুর্ঘটনায় পাইলট আবিদের আহত হওয়ার খবর শুনে অসুস্থ্য হয়ে পড়েন স্ত্রী আফসানা। পরে স্বামীর মৃত্যুর খবর শুনে একেবারেই ভেঙে পড়েন তিনি। গত রোববার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উত্তরার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শেরেবাংলা নগরের নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মাথায় অস্ত্রোপচারের পর থেকে চিকিৎসাধীন ছিলেন আফসানা।
ডাক্তাররা জানিয়েছেন, আফসানা দুই বার স্ট্রোক করেছেন। প্রথমবার মৃদু হলেও দ্বিতীয় বার গুরুতর ছিল। তাঁর মাথার খুলির একটি অংশ খুলে রাখা অবস্থায় চিকিৎসা চলছিল।
উন্নত চিকিৎসার জন্য দেশের বােইরে নেয়ার মতো অবস্থায় ছিল না আফসানা। তাই নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা চলছিল।
আবিদ-আফসানার দম্পতির একটি মাত্র ছেলে রয়েছেন। তার নাম তানভীর বিন সুলতান। তিনি বর্তমানে উত্তরায় তার নানার বাসায় আছে।
প্রসঙ্গত, গত ১২ মার্চ কাঠমাণ্ডর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার ফ্লাইট বিএস ২১১ বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় মোট ৫১ জন নিহত হন। যার মধ্যে ২৬ জনই বাংলাদেশি।