বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে রুশ প্রেসিডেন্টের শোক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলার একটি বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো শোক বার্তায় পুটিন বলেন, কাঠমান্ডু বিমানবন্দরে বাংলাদেশী বিমান দুঘর্টনায় বিপুলসংখ্যক লোকের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত।
শোক বার্তায় নিহতদের পরিবারের প্রতি তার আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানানো হয় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা করা হয়।
এই বিমান দুঘর্টনায় কমপক্ষে ৪৯ জন যাত্রী নিহত হয়। এরমধ্যে ২৬ জন বাংলাদেশী রয়েছে। গতকাল বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে দুপুরে ঢাকা ছেড়ে গিয়ে সেদেশের ত্রিভূবন আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণের সময়ে বিধ্বস্ত হয়। বাসস