ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বিরলে আদালতের কারণ দর্শানো নোটিশের পর গভীর নলকূপে বিদ্যুৎ সংযোগ নেয়ার পায়তারা করছে বিএমডিএ

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) ॥ বিরলে সেচ নীতিমালা অনুসরণ না করে গভীর নলকূপ স্থাপন করায় আশপাশের কৃষি জমিসহ প্রাকৃতিক পরিবেশ নিয়ে চরম শংকা দেখা দিয়েছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নিজেরাই সেচ নীতিমালা অনুসরণ না করে প্রবাহমান নদীর অতি নিকটে কিভাবে গভীর নলকূপ স্থাপন করে চলছে তা দেখার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে সাধারণ কৃষকগণ। বাঁধা-বিপত্তি, মামলা-মোকদ্দমা আর অভিযোগের পর অভিযোগেও থেমে নেই ঐ নলকূপে বিদ্যুৎ সংযোগ নেয়ার প্রক্রিয়া, এমনটিই অভিযোগ তুলেছেন আবেদনকরীরা। সেচ নীতিমালা অনুসরণ না করে গভীর নলকূপ স্থাপন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উপ-কমিটির সদস্যগণের সমন্বয়ে সরজমিন তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য ৯ এপ্রিল/২০১৮ নির্দেশ দেন। তারপরও সংযোগ প্রদানের কাজ চলমান থাকায় বাদী শ্রী শ্রীমন্ত আদালতে ৩০/২০১৮ নং মামলা দায়ের করে চিরস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করায় বিজ্ঞ বিচারক বিএমডিএ’র সহকারী প্রকৌশলী, দিপবিস-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার ও জেনারেল ম্যানেজারকে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করে। নেটিশ প্রাপ্তির পর তড়িঘড়ি করে বিএমডিএ বিদ্যুৎ সংযোগ নেয়ার পায়তারা করলে দিপবিস-১ সেখানে বৈদ্যুতিক ট্রান্সফরমার মিটারসহ অন্যান্য মালামাল সরবরাহের অপচেষ্টা করছে। আদালতের সরণাপন্ন হয়ে কারণ দর্শানো নোটিশ হলেও বিএমডিএ থেমে নেই, পায়তারা করছে বিদ্যুৎ সংযোগ নেয়ার দাবী ভূক্তভোগী আবেদনকারীর।
উল্লেখ্য, এর আগে বিরল উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বসন্তপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র আব্দুুল হাকিম গত ৩১ অক্টোবর/১৭ তারিখে ঐ গভীর নলকূপে বিদ্যুৎ সংযোগ প্রদান না করার জন্য আবেদন করে। লিখিত অভিযোগ ও মামলার বাদী সুত্রে জানা গেছে, উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ২২৭ নং জে এল ভূক্ত আগ্রা মৌজার ৮৯৯ নং দাগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ১৭ জুন/২০১৫ থেকে ১৬ জুন/২০১৬ পর্যন্ত এক বছরের জন্য ১০৮ নং লাইসেন্স প্রাপ্ত হয়। কিন্তু বিএমডিএ কর্তৃপক্ষ ৮৯৯ নম্বর দাগে না করে প্রবাহমান পূর্ণভবা নদীর নিকটবর্তী ৯২৪ ও ৯২৫ নম্বর দাগে গভীর নলকুপ স্থাপণ করে। সেচ নীতিমালা অনুসরণ না করায় দিনাজপুরের সহকারী জজ আদালতে বিএমডিএ কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রী শ্রীমন্ত ৩০/২০১৮ নং ও ৭৬/১৬ নং একটি মামলা দায়ের করে আব্দুল হাকিম। মামলা দায়েরের পর বিএমডিএ কর্তৃপক্ষ ওই গভীর নলকুপে দ্রুত বিদ্যুৎ সংযোগ নেওয়ার চেষ্টা করলে মামলার বাদী আব্দুল হাকিম দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি (দিপবিস)-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) বরাবরে মামলার কার্য নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সংযোগ না দেওয়ার জন্য লিখিত অভিযোগ দায়ের করেন।
বিএমডিএ বিরল জোন এর সহকারী প্রকৌশলী মোঃ নজরুল ইসলামকে মুঠোফোনে এক দাগের লাইসেন্স নিয়ে অন্য দাগে গভীর নলকূপ স্থাপনের বৈধতা সম্পর্কে জানতে চাইলে কোন সদুত্তোর না দিয়ে তিনি বলেন, মামলা হতেই পারে।

You must be Logged in to post comment.

ফুলবাড়ীতে পানিবন্দি আশ্রয়নের ১৬০ পরিবারের মাঝে চাল বিতরণ     |     ঠাকুরগাঁওয়ে তিনদলের নেতারা মিলে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংবাদ সম্মেলন     |     ‘বঙ্গবন্ধুর প্রতি শিশুটির এ যেন এক নিষ্পাপ ভালোবাসা’     |     ঠাকুরগাঁওয়ে কিশোরীকে ২ মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ পুলিশ কনস্টেবল আল-আমিন এর বিরুদ্ধে     |     উন্নয়নে বদলে গেছে নাগরপুর-দেলদুয়ারের জনপদ সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি  সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে অভুতপূর্ব উন্নয়ন     |     যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের রুখতে হবে — সাতক্ষীরায় বাহাউদ্দিন নাছিম     |     গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বাঁশবাড়ীয়া রং পেন্সিল ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে শিশিরপাড়্া টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     স্মার্ট কর্নারই বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন -কবির বিন আনোয়ার     |     মেহেরপুরে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা     |     নদী একটি জীবন্ত সত্তা     |