বিরলে পল্লীশ্রী’র সিএসও প্রকল্পের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত


আতিউর রহমান, বিরল (দিনাজপুর) ॥ বিরলে ইউরোপিয় ইউনিয়ন ও নেটস্ বাংলাদেশ’র সহযোগিতায় এবং পল্লীশ্রী কর্তৃক বাস্তবায়নকৃত “সিভিল সোসাইটি অর্গানাইজেশনস স্ট্রেংদেন ডেমোক্রাটিক গভার্ণেন্স” সিএসওএসডিজি প্রকল্পের আয়োজনে সরকারী দপ্তরের সেবায় প্রবেশগম্যতা বৃদ্ধি শীর্ষক ভূমি অফিসের সঙ্গে অর্ধদিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে বিরল উপজেলা কৃষি অফিস হলরুমে ভূমি সংত্রুান্ত সেবায় সকলের প্রবেশগম্যতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভায় উপজেলা সিএসও দলের সভাপ্রধান আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম, রওশন কবীর। সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার অলক কুমার, সহকারী ভূমি কর্মকর্তা ¯েœহশীষ কুমার গুপ্ত, সার্টিফিকেট সহকারী লায়লা আরজুমান, ত্রেুডিট চেকিং সাদ্দাম হোসেন, নাজির আবু তালহা, ডাঃ মোঃ ফজলুর রহমান, উপজেলা সিএসও সম্পাদক উম্মে কুলছুম কেয়া, সদস্য নিরাঞ্জলী, ডাঃ এহসান, পল্লীশ্রী’র ফিল্ড কো অর্ডিনেটর কামরুজজামান, ফিল্ড ফ্যাসিলিটেটর রোকীনুজ্জামান (বাদল), বিলকিস বেগমসহ সরকারী অনান্য কর্মকর্তা ও অনান্য সিএসও প্রতিনিধিগণসহ ৫৫ জন অংশগ্রহণ করেন। সভা পরিচালনা করেন, পল্লীশ্রী’র সিএসওএসডিজি প্রকল্পের এ্যাডভোকেসি এন্ড ইনফরমেশন অফিসার শেখ আব্দুল করিম।