ঢাকা, মঙ্গলবার, ৩০শে মে ২০২৩ ইং | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিরল রোগে পা হারালেও থেমে যায়নি রফিজল।

এএসটি সাকিলঃ নেই দুটি পা, তবু কাঁধে সংসার।:সুস্থ ভাবে জন্ম নিলেও । জীবনের একপর্যায় এসে দুটি পা হারিয়ে পঙ্গু হয়ে যান।  তবুও দমে যাননি। হাত পাতেননি কারো কাছে। ২০০৩ সালে বিরল রোগে আক্রান্ত হলে রফিজলের দুটি পা কেটে ফেলতে হয়। তার পর থেকেই অভাবের সংসার তার।  জীবন যুদ্ধে এখানেই থেমে যাননি, রীতিমতো চালিয়ে যাচ্ছে জীবন যুদ্ধ।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের লেংড়ার বাজার নামক স্থানে মৃত মোফাজ্জল হোসেনের ছেলে রফিজল (৫০) এর দুটি পা নেই। তাঁর জীবনের গল্প বিভীষিকাময়। সুস্থ–সবলভাবে পৃথিবীর আলো দেখলেও জীবনের একটি পর্যায়ে এসে বিরল রোগে আক্রান্ত হন, অবশেষে পা দুটি কেটে ফেলতে হয়। পঙ্গু হয়ে যান তিনি। তবে দমে যাননি। অদম্য ইচ্ছার জোরে লেংড়ার বাজার নামক স্থানে চায়ের দোকান করে জীবনের মোর ঘোরানোর চেষ্টা করে চলেছেন। জীবন যুদ্ধে হেরে যেতে চাননা তিনি।
 তার কোন বসত ঘর নেই। দোকানেই স্ত্রীসহ তার বসবাস। প্রধানমন্ত্রীর দেওয়া একটি ঘর উপহার পেলে মাথা গোজার ঠাই হবে তার। এমনটি জানান অসহায় রফিজল।
রফিজলের স্ত্রী ও দুই ছেলে। সন্তান দুইজনই ছোট। বড় ছেলে কুরআনের হাফেজ। তাকে ঢাকা ভর্তি করবো। ছোটজন হিফজ বিভাগে পড়ে।  লেখাপড়ার খরচ জোগাতে হিমশিম খেতে হয় ।
তিনি বলেন, ‘ইচ্ছা আছে সন্তানদের লেখাপড়া করানোর। জানি না কত দিন চালিয়ে যেতে পারব?   রফিজলের মোবাইল নাম্বার দেওয়া হলো- ০১৭৪৪-২৩৯৯৯৪

You must be Logged in to post comment.

মাদারীপুরে জঙ্গল থেকে হিন্দু মহিলার মরদেহ উদ্ধার     |     রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা      |     কেজি দরে লিচু বিক্রি! এক কেজি লিচু এক’শ টাকা     |     ঝিকরগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবসের অবস্থান কর্মসূচি     |     লালমনিরহাটে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্পেইন     |     নলডাঙ্গার পিপরুল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা     |     সুযোগ পেলে ভয়ংকর শকুনের থাবা দেবে বিএনপি: শাজাহান খান     |     রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালন।     |     সুন্দরগঞ্জে সীল সম্বলতি ১’শ ব্যালট উদ্ধার     |     গাংনীতে ভূমি সেবা সপ্তাহের সমাপনী উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত     |