বিশিষ্ট সমাজ সেবক খান্না আর নেই


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ ইকবাল মাহমুদ খান খান্না আর নেই। তিনি বৃহষ্পতিবার সকাল সোয়া ১১টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…..রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৪ বছর। মৃত্যুকালে তিনি ২ভাই, আত্মীয়স্বজন, অসংখ্য রাজনৈতিক কর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। মরহুম ইকবাল মাহমুদ খান খান্না চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখা আওয়ামীলীগের সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ ফকিরপাড়া গোরস্থানের সাধারণ সম্পাদক ও ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ পরিচালনা কমিটির সেক্রেটারী পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও ধর্মী প্রতিষ্ঠানের সাথেও জড়িত ছিলেন। ইকবাল মাহমুদ খান খান্না মরহুম আবুল ফজল খানের ৫ম সন্তান। ৭ ভাই ও এক বোনের মধ্যে বর্তমানে ২ ভাই জীবিত রয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে ফকিরপাড়া গোরস্থানে মরহুমকে দাফন করা হয়। মরহুম ইকবাল মাহমুদ খান খান্না ‘দৈনিক চাঁপাই দর্পণ’ উপদেষ্টা পরিষদের উপদেষ্টা ও আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ইকবাল মনোয়ার খান চান্না’র ছোট ভাই। বিশিষ্ট সমাজ সেবক ইকবাল মাহমুদ খান খান্না’র মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন “দৈনিক চাঁপাই দর্পণ” পরিবারের পক্ষ থেকে ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু। সমবেদনা জানিয়েছেন আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ এর সকল সদস্যগণ। মরহুমের জানাযায় জেলা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্নস্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়। মরহুমের মৃত্যুতে রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও জেলায় শোকের ছায়া নেমে আসে।