বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৬০ হাজার ছাড়াল


বিশ্বব্যাপী করোনা ভাইরাসের তাণ্ডবে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল পর্যন্ত মোট ৬০ হাজার ১৪৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া শনাক্ত হয়েছেন ১১ লাখ ৩০ হাজার ৮১৪ জন।
পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, এখন পর্যন্ত শনাক্ত হওয়াদের মধ্যে ৮ লাখ ৩৪ হাজার ৭৬৩ জনের শরীরে এখনো করোনার উপস্থিতি আছে। এছাড়া আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৩৫ হাজার ৯০২ জন।
করোনায় সবচেয়ে বাজে অবস্থা ইউরোপ ও আমেরিকার। করোনায় বেশিরভাগ মৃত্যু হয়েছে এই দুই মহাদেশে। সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে; ১৪ হাজার ৭৮১ জন। ইউরোপের আরেক দেশ স্পেনের অবস্থান তারপরই। সেখানে মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৪৪ জনের।
ইতালি আর স্পেনের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে সর্বশেষ হিসাব অনুযায়ী, করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ৭ হাজার ৪০৩ জন মারা গেছেন। তবে ২ লাখ ৭৭ হাজারের বেশি নিয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দেশটিতে।
ফ্রান্সে ৬ হাজার ৫০৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া যুক্তরাজ্য, ইরান ও চীনে মৃতের সংখ্যা যথাক্রমে ৩ হাজার ৬০৫, ৩ হাজার ৪৫২ এবং ৩ হাজার ৩২৬ জন। এছাড়া নেদারল্যান্ডসে ১ হাজার ৬৫১, বেলজিয়ামে ১ হাজার ২৮৩ এবং জার্মানিতে ১ হাজার ২৭৫ জন মারা গেছে।
মহামারি করোনাভাইরাসে মোট মৃত্যুর অর্ধেকেরও বেশি ইউরোপে। যুক্তরাষ্ট্রে ২ লাখ ৪০ হাজারের মতো মানুষ করোনায় মারা যেতে পারে বলে শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চীনে প্রাদুর্ভাব শুরু হলেও করোনার কেন্দ্র এখন ইউরোপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এরপরের কেন্দ্র যুক্তরাষ্ট্র।