ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ বিশ্ব গ্লুকোমা ’ সপ্তাহ উদ্যাপনকালে আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন : গ্লুুকোমা মারাত্মক দৃষ্টিনাশী রোগ, চোখের নীরব ঘাতক

চট্টগ্রাম ব্যুরো: “ আসুন,চোখের গ্লুুকোমা প্রতিরোধ করি ” এই শ্লোগানকে সামনে রেখে ‘ বিশ্ব গ্লুকোমা সপ্তাহ – ২০১৮’ উদ্যাপন করেছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র। গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় ‘ বিশ্ব গুকোমা’ সাপ্তাহ উপলক্ষে পাহাড়তলীস্থ হাসপাতাল প্রাঙ্গনে এই কর্মসূচী ও বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন। এ সময় তিনি বলেন, গ্লুুকোমা মারাত্মক দৃষ্টিনাশী রোগ, চোখের নীরব ঘাতক। এটি চোখের এমন একটি জটিল রোগ, যাতে চোখের নার্ভ (অপটিক নার্ভ) ক্ষতিগ্রস্থ হয়। প্রধানত এ রোগে চোখের দৃষ্টিস্নায়ু ক্রমান্বয়ে শুকিয়ে আসে। প্রথমে দৃষ্টি পরিধি কমে যায় এবং ক্রমে দৃষ্টির তীক্ষèতা হ্রাস পায়। অনেক সময় রোগী অন্ধত্ব বরণ করতে বাধ্য হয়। অনেক ক্ষেত্রে রোগী এই রোগের কোনো লক্ষণ অনুধাবন করতে পারে না। তবে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করে চিকিৎসা চালিয়ে গেলে অন্ধত্বের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি বলেন, দৃষ্টিনাশী গ্লুুকোমা রোগ সম্পর্কে আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে। যাঁরা চলিশোর্ধ্ব তাদের প্রত্যেকেরই উচিত চোখের যে কোন ধরনের উপসর্গের সুচিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া। বিশেষজ্ঞ চিকিৎসকদেরও এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে হবে। র‌্যালীতে উপস্থিত ছিলেন হাসপাতালের একাডেমিক কডিনেটর অধ্যপক ডা. মোহাম্মদ মুনিরুজ্জামান ওসমানী, আইসিও এর পরিচালক প্রফেসর ডা. খুরশীদ আলম, ডা. কামরুল ইসলাম, ডা. মর্তুজা নুরউদ্দিন, ডা. জেসমিন আহমেদ, হাসপাতালের কনসালটেন্ট ডা. রাজীব হোসেন, ডা. ফিরোজ খান,ডা. সাজ্জাদ হোসেন, ডা. ওয়াহিদ আলম, ডা. ফারজানা আকতার চৌধুরীসহ হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ।
এর আগে গ্লুকোমা সাপ্তাহ উপলক্ষে হাসপাতালের সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে গ্লুকোমা সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত তুলে ধরেন ডা. সামস মো. নোমান। সেমিনারে বলা হয়, গ্লুকোমা রোগীর চোখের প্রেসার, দৃষ্টিস্নায়ুর অবস্থান সম্পর্কে সবিশেষ মনোযোগ প্রদান করতে হবে। কোনমতেই যেন গ্লুকোমার মতো দৃষ্টিনাশী রোগটি আমাদের অসাবধানতা হেতু একজন ব্যক্তির জীবনে অন্ধত্বের মতো দুর্বিষহ অভিশাপ হিসেবে নেমে না আসে। সে দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এছাড়া সাপ্তাহব্যাপী এ কর্মসূচীর প্রথম দিনে হাসপাতালের চিকিৎসকরা আগত রোগী ও তাদের স্বজনদের দৃষ্টিনাশী গ্লুুকোমা রোগ সম্পর্কে অবগত করেন।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |