বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ’র সচেতনতামুলক কর্মশালা


পঞ্চগড় প্রতিনিধি: সকলের জন্য দীর্ঘ জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বিশ্ব টিকাদান সপ্তাহ পালন করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে দিনব্যাপি অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতায় পঞ্চগড় সিভিল সার্জন অফিস এই কর্মশালার আয়োজন করে। পঞ্চগড় সিভিল সার্জন ডা. রফিকুল হাসান কর্মশালার উদ্বোধন করেন। এ সময় পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রীনা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, বিশ্ব সংস্থার আঞ্চলিক প্রতিনিধি ডা. মাসুদ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আকতার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় জানানো হয় চলতি বছরে পঞ্চগড়ের একটি শিশুও যাতে টিকা থেকে বাদ না যায় সেজন্য কাজ করা হচ্ছে। বিশ্বব্যাপি টিকা কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চগড়েও এই কার্যক্রম জোরদার করা হয়েছে। হাম, রুবেলা, পোলিও’র সাথে এখন ডিপথেরিয়া, হুপিংকাশি, ধুনষ্টংকার, হেপাটাইটিস-বি, ইনফøুয়েঞ্জা-বি, নিউমোনিয়ার টিকা ক্যাম্পিং করে দেওয়া হচ্ছে।
কর্মশালায়, জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক, টিকাদান সংশ্লিস্ট ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিবৃন্দ কর্মশালায় অংশ নেন।