বিশ্ব যক্ষাা দিবস উপলক্ষে গাইবান্ধায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ বিশ্ব যক্ষ্মা দিবস ২০১৮ ইং উপলক্ষে গাইবান্ধা জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগের্ শনিবার শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এবারের বিশ্ব যক্ষা দিবসে প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে’।সিভিল সার্জন সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. আব্দুস শাকুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএমএ গাইবান্ধা জেলা সভাপতি ডা. শহীদুজ্জামান হারুন এবং বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা ২০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অমল চন্দ্র সাহা, জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির সভাপতি ডা. একেএম সামসুজ্জোহা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম আবু হানিফ, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু।অন্যান্যদের মধ্যে আলোচনা করেন আরএমও ডা. এসআইএ শাহীন, ডা. নাজমুল হুদা, ব্র্যাকের নজরুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের মোশাররফ হোসেন প্রমুখ।