বীরগঞ্জের আলোকিত মুখ অধ্যাপক আবু সামা মিঞা


মো.নজরুল ইসলাম খান বুলু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জ ডিগ্রি কলেজের আলোকিত মুখ সহকারি অধ্যাপক আবু সামা মিঞা আত্ম মানবতার সেবায় একটি নিবেদিত প্রাণ। তিনি আজ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গরীব মেধাবী অসহায় ছাত্রী মোছা.কাজল রেখার শিক্ষাজীবনের যাবতীয় ব্যয় ভার বহনের দায়িত্বভার গ্রহন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন । তিনি শুধু আত্মমানবার সেবায় নয় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদকে দায়িত্ব পালন করে সমাজ থেকে দূর্নীতি রোধ করতে নিরলস ভুমিকা পালন করে যাচ্ছেন এছাড়াও তিনি বিভিন্ন ধর্মীয় মসজিদ, মাদ্রাসা, সমাজিক সংগঠন,ও দেশের জাতীয় কর্মসূচিগুলোতে তিনার অবদান অপরিসীম । অধ্যাপক আবু সামা মিঞা বলেন,জীবনের শেষ সময় টুকু মানুষের সুখেদুখে থাকতে চাই, কেননা মানুষের মাঝে বেঁচে থাকাটাই জীবনের বড় পাওয়া আর এই পাওয়াটা অর্জন করতে হয় মানুষের প্রতি শ্রদ্ধা, সেবা ও ভালবাসা দিয়ে।