বীরগঞ্জে অভিযোগকারীকে মামলায় ফাঁসালেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা


মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে সরকারি খাস পুকুরের গাছ চুরি ঘটনায় অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়েছেন ১১নং মরিচা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নঈমুল আহসান। সম্প্রতি উপজেলার মরিচা ইউনিয়নের মাহাতাবপুর গ্রামে মিঠা পুকুর নামক সরকারি খাস পুকুরের চার দিকে প্রায় ২৬টি মূল্যবান মেহগুনি গাছ রাতের আঁধারে কর্তন করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চক্র। প্রকৃতির অপূরনীয় ক্ষতি, সরকার লভ্যাংশ বঞ্চিত ও গাছগুলি রক্ষার্থে মাহাতাবপুর গ্রামের মৃত ইছাহাক সরকারের ছেলে মাহাতাব হোসেন বুলেট গত বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ও বরেন্দ্র উপজেলা সহকারী প্রকৌশলী বরাবরে অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে মরিচা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নইমুল আহসান ঘটনাস্থল পরিদর্শন করে অদৃশ্য শক্তির জোরে অভিযোগকারী মাহাতাব হোসেন বুলেটকে ১নং ও মৃত অছিম উদ্দিনের মশিউর রহমান মাস্টারকে ২নং সহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে বীরগঞ্জ থানায় বৃহস্পতিবার রাতে মিথ্যা মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং-১০, তারিখঃ ১১/০৫/২০২৩ ইং। এব্যাপারে মরিচা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নইমুল আহসান সঙ্গে কথা বললে তিনি বলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজকুমার বিশ্বাসের নির্দেশে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজকুমার বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ তদন্ত করলেই প্রকৃত গাছ চুরির রহস্য উদঘাটন হবে বলে তিনি মন্তব্য করেন। এলাকাবাসী জানান, এই ইউনিয়নে প্রতিনিয়ত সরকারি রাস্তার গাছ, খাসপুকুরের গাছ চুরি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক ব্যবস্থা না নেওয়ার কারণে সরকারি সম্পদ চুরি হচ্ছে। মিথ্যা ভাবে কাউকে না ফাঁসিয়ে নিরপক্ষ ভাবে সঠিক তদন্ত করে সংঘবদ্ধ চক্রটিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুক ভাবে নেওয়ার জন্য আকুল আবেদন করেন।