বীরগঞ্জে আওয়ামী লীগ ও প্রশাসনের উদ্যোগে ২১ফেব্ররুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন


মো.নজরুল ইসলাম খান বুলু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে আওয়ামী লীগ ও প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসুচী বাস্তবায়নের মাধ্যমে ২১ ফেব্ররুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে গত ২০ ফেব্রুয়ারী সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাংকন, কবিতা আবৃতি, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২১ ফেব্রুয়ারী ০০-০১ মি. উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, বীরগঞ্জ প্রেসক্লাব,বীরগঞ্জ ডিগি কলেজ,্র আওয়ামী লীগ ও সকল অংগ সংগঠন, জাতীয় পাটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবি সংগঠন এবং সকল স্থরের পক্ষ থেকে পুস্পস্থবক অর্পন করা হয়।সকালে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার অংশ গ্রহনে বিশাল র্যালী (প্রভাত ফেরী), ইউএনও (চলতি দায়িত) বিরোদা রানী রায়ের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন করা হয়। দুপুরে মসজিদ-মন্দির-গীর্জা ও পেগডায় শহীদদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।