বীরগঞ্জে ইয়াবা ও ফেন্সিডিল সহ ২’ব্যবসায়ী গ্রেফতার ॥ ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ


মো.নজরুল ইসলাম খান বুলু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার সুজালপুর (বলাকা দৈনিক বাজার) এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাকিব ইমরান (২৬) ও সাবুল ইসলাম (২২)কে গ্রেফতার করে দিনাজপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, এএসআই মোঃ মামুনুর রশিদ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গতকাল সন্ধ্যায় বলাকা দৈনিক বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশ প্রকাশ্য ইয়াবা ও ফেন্সিডিল বিক্রয় করার সময় মনু মিয়া ছেলে শাকিব ইমরান (২৬) ও রুস্তম আলীর ছেলে সুজালপুর (বলাকা দৈনিক বাজার) সাবুল ইসলাম (২২) ৬২টি পিজ ইয়াবা ট্যাবলেট ও ৭ বোতন ফেন্সিডিল সহ তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯(১) টেবিলের ৯(খ) এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি (২) ধারায় থানায় ১(৪)১৮ মামলা দায়ের করে মাদক ব্যবসায়ীদের দিনাজপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছে।বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাছ আহ্মদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।