বীরগঞ্জে ঈদে মিলাদুন্নবী পালিত


মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) দিনাজপুরের বীরগঞ্জে পালিত হয়েছে। রোববার সকালে কাদেরীয়া, চিশতীয়া, নক্সাবন্দিয়া, মোজাদ্দেদীয়ার সকল জাকের বৃন্দের আয়োজনে ও মুজাদ্দেদীয়া তরিকত মিশন উপজেলা শাখার পরিচালনায় বীরগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে থেকে জশনে জুলুস (ধর্মীয় শোভাযাত্রা) শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহেনা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, উপজেলা পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: শাহ আলম, পাকেরহাট ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মো. রিয়াজুল ইসলাম শাহ্, হোসেনপুর দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওঃ মো. এনামুল হক, বিশিষ্ট সমাজসেবক এ.কে.এম মোস্তাফিজুর রহমান বাবলু, বীরগঞ্জ মহিলা কলেজের সহঃ অধ্যাপক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রক্ষাত সুন্নী ওলামায়ে কেরামগণ আলোচনা পেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনাসহ বিশ্ব উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।