ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে ঈদে মিলাদুন্নবী পালিত

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) দিনাজপুরের বীরগঞ্জে পালিত হয়েছে। রোববার সকালে কাদেরীয়া, চিশতীয়া, নক্সাবন্দিয়া, মোজাদ্দেদীয়ার সকল জাকের বৃন্দের আয়োজনে ও মুজাদ্দেদীয়া তরিকত মিশন উপজেলা শাখার পরিচালনায় বীরগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে থেকে জশনে জুলুস (ধর্মীয় শোভাযাত্রা) শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহেনা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, উপজেলা পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: শাহ আলম, পাকেরহাট ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মো. রিয়াজুল ইসলাম শাহ্, হোসেনপুর দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওঃ মো. এনামুল হক, বিশিষ্ট সমাজসেবক এ.কে.এম মোস্তাফিজুর রহমান বাবলু, বীরগঞ্জ মহিলা কলেজের সহঃ অধ্যাপক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রক্ষাত সুন্নী ওলামায়ে কেরামগণ আলোচনা পেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনাসহ বিশ্ব উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

You must be Logged in to post comment.

রংপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১৯     |     ঝিকরগাছার পল্লীতে রাতের আধারে দুর্বৃত্ত দ্বারা দুই বিঘা পেঁপে বাগান কর্তন     |     ঠাকুরগাঁওয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস সহ আটক ৭     |     রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |