বীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উদ্যাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভায়


মো.নজরুল ইসলাম খান বুলু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উদ্যাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ৭ই মার্চ উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। ওই দিন সকালে উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বনাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিরোদা রাণী রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অধ্যাপক কালীপদ রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ নুর ইসলাম নুর ও যুগ্ম সাধারন সম্পাদক মো. শামীম ফিরোজ আলম,বীরগঞ্জ ডিগ্রি কলেেেজর প্রভাষক মো.নজরুল ইসলাম খান বুলু ও অন্যরা।