ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে কয়লা সংকটে ইটভাটা মালিকরা দিশেহারা

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে কয়লা সংকটে ইটভাটা মালিকরা দিশেহারা হয়ে পড়েছে। অবকাঠামো উন্নয়ন ব্যহত হওয়ার আশংকা করা হচ্ছে। দীর্ঘদিন থেকে জাতীয় উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছে দেশের ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান গুলো। বিভিন্ন বিধিনিষেধ চড়াই উৎরাই, ঝুট-ঝামেলা মোকাবেলা করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা আসলেও এবার তারা ধরাশায়ী বলে অনেকেই জানিয়েছেন। কারন হিসেবে তারা জানান, জ্বালানি সংকট এবং গতবারের তুলনায় ৩ গুনের বেশী মূল্য দিয়েও কয়লা পাওয়া যাচ্ছে না।প্রতিবছর ভারত থেকে পর্যাপ্ত কয়লা আমদানি করে ইটখোলা সমূহে ইট পোড়ানো হতো কিন্তু চলিত মৌসুমে ব্যতিক্রম, সম্ভব হচ্ছে না। অপর দিকে চাহিদা অনুপাতে খড়িও পাওয়া কঠিন হয়ে দাড়িয়েছে। তাছাড়া ভাটায় খড়ি পোড়ানো সম্পুর্ন নিষিদ্ধ, প্রশাসনও কঠোর অবস্থানে রয়েছে।সার্বিক দিক থেকে চরম বেকায়দায় পড়েছে জাতীয় গুরুত্বপূর্ণ ইট প্রস্তুত শিল্প ব্যবসায়ীরা। দিনাজপুরের বীরগঞ্জে ৩৩ টি ইটভাটা চলমান আছে। ঋনের বোঝায় জর্জরিত অনেক মালিক। প্রতিটি ভাটায় কমপক্ষে ২ শতাধিক শ্রমিক কর্মরত অর্থাৎ ৬ থেকে ৭ হাজার পরিবারের ২৫/৩০ হাজার মানুষের রুজি রুটির ব্যবস্থা হয়। তাই উপজেলার চিত্রমতে এমন শোচনীয় অবস্থার অবতারনা হলে সারাদেশে লাখ লাখ শ্রমিক বেকার হবে, খাদ্য অভাবে পড়বে অসংখ্য মানুষ। বেশ কয়েকজন মালিক সহ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. ইয়াকুব আলী বাবুলের  সাথে এ ব্যপারে কথা হলে তিনিও এমন দৈন্যদশার বর্ণনা দিয়ে বলেন ইন্দোনেশিয়া, চিন, রাশিয়া থেকে যেসব কয়লা উচ্চমুল্যে আমদানি ও সরবরাহ করা হচ্ছে সেগুলো খুব নিম্নমানের এবং চাহিদার তুলনায় অতি কম। আমরা নীতিমালা অনুযায়ী ভ্যাট-ট্যাক্স প্রদান করে সুশৃঙ্খলভাবে ব্যবসা পরিচালনা করি, বর্তমান সরকার সর্বক্ষেত্রে সফল, আমাদের এ সেক্টরের প্রতি জরুরিভাবে নজর না দিলে, অবিলম্বে জাতীয় গুরুত্বপূর্ণ শিল্পখাতটি বিলিন হতে পারে মর্মে আশংকা করছি। তিনি ইট শিল্পের দূর্দশা লাঘব কল্পে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি  কামনা করেছেন। বৈদেশিক ও দেশীয় কয়লা আমদানি কারকদের সাথে কথা হলে তারাও কয়লার চরম সংকটের কথা অপকটে স্বীকার করেছেন। সচেতন মহল দেশের উন্নয়নে ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান গুলোকে সচল রাখতে সরকারি পদক্ষেপ জরুরি বলে মন্তব্য করেন।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |