বীরগঞ্জে গোরস্থানে দাফন কাজে বাধা ভুমিহীনের লাশ শেওয়ার ঘরের পাশে কবরস্থ


মো.নজরুল ইসলাম খান বুলু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে কবরস্থানে দাফন কাজে বাধা ভুমিহীনের লাশ শেওয়ার ঘরের পাশে কবরস্থ করা হয়েছে। এ ঘটনায় ২’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে।উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার উত্তরে শতগ্রাম ইউনিয়নের কাসিমনগর পাবনাপাড়া এলাকার সর্বজন শ্রদ্ধেয় ভুমিহীন ব্যাক্তিত্ব জাহের শেখের ছেলে সোভা শেখ (৯৫) গত ১৫ এপ্রিল বিকেলে হৃদয় যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ঐ দিন মাগরিব নামাজের পর স্থানীয় (২.৭০ একর) সরকারী কবরস্থানে দাফন সম্পন্ন করার প্রচার দেওয়া হয়।প্রতিবেশী আবুল হোসেনের ছেলে দুলাল হোসেন, লাল চান ও রফিকুল ইসলাম সহ লোকজন কবর খুরার জন্য গোরস্থানে গেলে একই গ্রামের ভুজারু মোহাম্মদের ছেলে রমজান আলী তার লোকজন নিয়ে কবর খুরতে বাধা দেয় ও কোদাল ছিনিয়ে নেয়। কবর খুরা নিয়ে উভয় পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। অবশেষে নিরুপায় স্বজনেরা মহেুমের শোওয়ার ঘরের সাথে কবর খুরে রাত সারে ৮টায় লাশ দাফন করা হয়। এ ঘটনায় গ্রামবাসী ২ ভাগে বিভক্ত হওয়ায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।শতগ্রাম ইউপি চেয়ারম্যান ডাঃ কেএম কুতুব উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় কোন পক্ষই আমাকে অবহিত করেনি। উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি নিস্পত্তি করার জন্য চেষ্টা করা হয়েছে তবে কোন সমাধান করা সম্ভব হয়নি। ফতোয়বাজরা জানান, হাদিস-কোরান মোতাবেক শোওয়ার ঘরের সাথে কবর থাকতে পারেনা। কবর অথবা ঘর যে কোন একটি সড়িয়ে না ফেলা পযর্ন্ত সমস্যার সমাধান হবে না। এলাকার মানুষ রমজান আলীর দৃষ্টান্ত মুলক শাস্তির জোর দাবি জানিয়েছে।