ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে টাকা ও মোটরসাইকেল ছিনতাই ঘটনায় আদালতে মামলা

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের বীরগঞ্জে চাঁদা না দেওয়ার কেন্দ্র করে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই করেছে এক দল সন্ত্রাসীরা। এ ঘটনায় জেলা দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত (বীরগঞ্জ) এ মামলা দায়েরের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের দিঘল পহুরা গ্রামের মৃত আলহাজ্ব সপির উদ্দীনের ছেলে মোঃ মোবারক হোসেন দীর্ঘদিন ধরে বাণিজ্যিক ভাবে পুকুর লীজ নিয়ে মাছ চাষ ও বিক্রয় করে আসছেন। এ ব্যবসা করার কারণে মোবারক হোসেনের কাছে দীর্ঘ দিন যাবৎ ৩ লাখ টাকা চাঁদা দাবি করে একই ইউনিয়নের ভেলাপুকুর গ্রামের মৃত আফিজ উদ্দীনের ছেলে এমদাদুল হক ও খাদেমুল হক। সে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের সাথে বিরোধ সৃষ্টি হয়। গত ২৮ আগস্ট রাত ৮টার দিকে মোবারক মোটরসাইকেলে ঠাকুরগাঁও জেলার গড়েয়াহাট থেকে মাছ বিক্রি করে বাসায় যাওয়ার পথে বীরগঞ্জ উপজেলার বাবুরহাট বাজারে আব্দুল হামিদ এর মুদির দোকানের সামনের রাস্তায় পৌঁছা মাত্রই এর জের ধরে এমদাদুল হক, খাদেমুল হক, তার ছেলে ফারুক হোসেন ও রনি সহ তাদের অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী বাহিনী পথরোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার জন্য টানা হেচড়া করতে থাকেন। সে ব্যাগটি দিতে অস্বীকৃতি জানালে খাদেমুল হক ও তার ছেলে ফারুক হোসেন বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ভাবে মারধর করে। অতঃপর এমদাদুল হকের তার হাতে থাকা ধারালো ছোরা তার গলায় ধরে এবং মৃত্যুর ভয়ভীতি ও গুরুতর আঘাতের ভয়ভীতি প্রদর্শন করে জোর পুর্বক মাছ বিক্রি করার ১লক্ষ ২০ হাজার ছিনিয়ে নেয়। তাকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। পরে মকবুলকে আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় দ্রুত বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে তাকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করছে। প্রাণের ভয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন সহ ন্যায় বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় মকবুল হোসেন। এমতাবস্থায় ন্যায় বিচারের দাবি সহ টাকা ও মোটরসাইকেল রক্ষার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের আকুল আবেদন জানান।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |