বীরগঞ্জে নববর্ষ উপলক্ষে র্যালি


মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বৈশাখী র্যালি বের হয়ে শহরের প্রদক্ষিণ করে। এর পরে পবিত্র মাহের রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। এসময় উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।