বীরগঞ্জে পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা


মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ পিরানহা মাছ বেচাকেনার দায়ে একজনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ভোগনগর ইউনিয়নের নন্দগাঁও বাজারে বিক্রি সময় পিরানহা মাছ জব্দ ও বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় ও থানা পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় ঐ বাজারে অভিযান চালানো হয়। এ সময় মাছ ব্যবসায়ী নুর মোহাম্মদকে বিক্রির সময় ১৫ কেজি পিরানহা মাছসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক হাজার টাকা জরিমানাসহ মাছগুলো জব্দ করেন। একই ইউনিয়নে কবিরাজ হাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। লাইসেন্স বিহীন অবস্থায় মৎস্য খাদ্য বিক্রি করার অপরাধে সুইটকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হিমেল চন্দ্র রায় বলেন, পিরানহা একটা নিষিদ্ধ রাক্ষুসী মাছ। এটি দেখতে রুপচাঁদা মাছের মতো, তাই অসাধু ব্যবসায়ীরা এটাকে রুপচাঁদা বলে বিক্রি করেন। অভিযান চালিয়ে এমনই ১৫ কেজি পিরানহা মাছ জব্দ করে এতিমখানায় দান করা হয়।