বীরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ


মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ২০২১২০২২ অর্থবছরের এলজিএসপি-৩ হতে বাস্তবায়িত দিনাজপুরের বীরগঞ্জে ৮নং ভোগনগর ইউনিয়নের প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ প্রকল্পের হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ভোগনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে হুইলচেয়ার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। ইউপি চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি। এসময় ভোগনগর ইউনিয়ন আ.লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান, সাধারণ সম্পাদক হরিপদ রায়, ইউপি সচিব ইয়াকুব আলী সহ সকল ওয়ার্ডের ইউপি সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।