বীরগঞ্জে প্রেমিকার সাথে ঝগড়া করে প্রেমিকের আত্মহত্যা


মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে প্রেমিকার সাথে ঝগড়া করে রনি কিশোর (১৬) নামের এক ছাত্র আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে পৌরশহরের মকছেদ প্লাজার ডে-লাইট স্কুল ছাত্রাবাসের ১০৮ নং রুম থেকে মরদেহ উদ্ধার করা হয়৷ রনি কাহারোল উপজেলার কামর গ্রামের শংকরের ছেলে ও ডে-লাইট স্কুলের দশম শ্রেণির ছাত্র। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র জানান, রনি প্রতিরাতের মতো খাওয়া করে তার রুমে যান। রুমে থাকা অপর ছাত্ররা ফ্যানের সাথে গামছা দিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। ওই স্কুলের দশম শ্রেণির ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। তার সাথে ঝগড়া বিবাদ চলছিল। এর জের ধরে রনি আত্মহত্যা করতে পারে। থানা সূত্রে জানা যায়, কি কারণে আত্মহত্যা করতে পারে তা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।