বীরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালনের প্রস্তুতি সভা


মো.নজরুল ইসলাম খান বুলু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে ২০ ফেব্রুয়ারী বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালনের প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও (ভারপ্রাপ্ত) বিরোদা রানী রায়ের সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালনের প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। সভায় ব্যপক আলোচনার পর সর্ব সম্মতিক্রকে ২৭ ও ২৮ ফেব্রুয়ারী ২’দিন ব্যাপী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন উপলক্ষে স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের বাধ্যতা মুলক অংশ গ্রহনে স্টলে নুতন উদ্ভাবনী বিষয় নিয়ে প্রদর্শনীর সিদ্ধান্ত গ্রহন করা হয়।এ ছাড়াও কবিতা পাঠ, উপস্থিত বক্তিতা, রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা সহ জাকজমক পূর্ণভাবে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের জন্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সভায় বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও প্রতিষ্ঠাতা মোঃ আবেদ আলী, বীরগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মো. নজরুল ইসলাম খান বুলু,উপজেলা শিক্ষ অফিসার, মাধ্যমিক সুপার ভাইজার, জাতীয় পাটির সাধারন সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, কমউিনিষ্ট পাটির সাধারন সম্পাদক কমরেড মোহাম্মদ আরমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।