বীরগঞ্জে মৎস্য উপকরণ বিতরণ


মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এন এটিপি-২) (১ম সংশোধিত) মৎস্য অধিদপ্তর অংশের আওতায় সিআইজি চাষিদের মাঝে উন্নত প্রযুক্তি প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ১০ সিআইজি চাষিদের মাঝে মাছের পোনা, খাবার ও সাইনবোর্ড বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহেনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. জিবরীল আহম্মদ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।