ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে লুথারেন চার্চ মিশনে উত্তেজনা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সমাবেশ

মো.নজরুল ইসলাম খান বুলু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে গত বৃহস্পতিবার বাংলাদেশ লুথারেন চার্চে মিশন ক্যাম্পাসে দু’পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা, আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের স্মারকনং-২৪৬ তারিখ ২৫/০২/২০১৮ইং মোতাবেক বিজ্ঞ আদালত বিবাদী হরিশ বম্মর্ন, বিজয় রায়, কেশরী রায়, সুভাষ রায়, অতুল রায়, রতন বর্ম্মন, যাকোব সরকার, অরবিন্দু সরকার, প্রফুল্ল রায়, চন্দ্র কেশোর, মনোরঞ্জন রায়, দ্বিজেন রায়, আরতী রায়, যুগল রানী রায়, ললিত দাস, ভুবেন ঋষি, মহেশ চন্দ্র রায়, অমল রায়. দ্বিজেন দাস ও মনোজিত রায়গনের বিরুদ্ধে নালিসি ক্যাম্পাসে পরবর্তী নিদের্শ না হওয়া হওয়া পর্যন্ত বাদীপক্ষসহ কোন পক্ষই মিছিল সমাবেশ করতে পারবে না।আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ০১মার্চ’১৮ইং লুথারেন চার্চ ক্যাম্পাসে সমাবেশ করেছে বিবাদী পক্ষ-হরিশ বম্মর্ন, বিজয় রায়, কেশরী রায়, সুভাষ রায়, অতুল রায়, রতন বর্ম্মন, যাকোব সরকার, অরবিন্দু সরকার, প্রফুল্ল রায়, চন্দ্র কেশোর, মনোরঞ্জন রায়, দ্বিজেন রায়, আরতী রায়, যুগল রানী রায়, ললিত দাস, ভুবেন ঋষি, মহেশ চন্দ্র রায়, অমল রায়. দ্বিজেন দাস ও মনোজিত রায়। বীরগঞ্জ থানা পুলিশ আদালতের প্রাপ্ত নোটিশ উভয় পক্ষের প্রত্যেকের কাছে প্রেরন করে শান্তি-শৃংঙ্খলা ভঙ্গ না করার নিদের্শ দিয়েছে, অন্যথায় আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে সতর্ক করা হয়েছে।

You must be Logged in to post comment.

বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |