বীরগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত


মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস তথা সিঁধু কানু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন এলাকার কয়েক শতাধিক আদিবাসী সাঁওতাল নারী পুরুষরা উপস্থিত ছিলেন।