বীরগঞ্জে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্য্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন


মো.নজরুল ইসলাম খান বুলু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার সকালে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্য্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এডিশনাল আইজি (এডমিন এন্ড অপস্) মোঃ মোকলেসুর রহমান বিপিএম (বার) বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের অফিস ভবন আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুরের পুলিশ সুপার মোঃ হামিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) বিরোদা রানী রায়,সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, ওসি আবু আক্কাছ আহ্মদ, ওসি তদন্ত মছলেউল গনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, যুগ্ন সাধারন সম্পাদক শামীম ফিরোজ আলম, জাতীয় পাটির সাধারন সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম,বীরগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মো. নজরুল ইসলাম খান বুলু,বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও প্রতিষ্ঠাতা মোঃ আবেদ আলী সহ-সভাপতি নাজমুল ইসলাম মিলন, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজা মোঃ তৌফিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।