ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে মার্চ ২০২৩ ইং | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে সিজারকে না ও নরমাল ডেডলিভারীকে হ্যাঁ বলুন সরকারী খরচে ৪টি নরমাল ডেলিভারী সম্পন্ন

মো.নজরুল ইসলাম খান বুলু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে ১২ মার্চ সিজারকে না ও নরমাল ডেডলিভারীকে হ্যাঁ বলুন, শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে ৪টি প্রসুতির সুষ্ঠভাবে নরমাল ডেলিভারী সম্পন্ন করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির জানান, বিভিন্ন গ্রাম থেকে প্রসব ব্যাথা নিয়ে ছুটে আসা ৪ জন প্রসতির সুষ্ঠভাবে নরমাল ডেডলিভারী সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠভাবে নরমাল ডেডলিভারী সম্পন্ন করাকালে স্যালাই, ঔষুধ, ডিটোল, সাবানসহ সরকারী ভাবে ব্যায় করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের উদ্যোগে ও সমাজ সেবা বিভাগের সহায়তায় নবজাতক গুলোকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহামুদুল হাসান পলাশের নেতৃত্বে নরমাল ডেলিভারী কাযক্রম টি সুষ্ঠু ভাবে স¤পন্ন করেছেন মেডিকেল অফিসার ডাঃ তাহমিনা ফেরদৌসী, ডাঃ আফরোজ সুলতানা লুনা, ডাঃ মাধবী দাস, এসএসএন নিকোলীনা মাডী, আয়া আনোয়ারা বেগম, সহযোগী অংশগ্রহণ কারীগন এসএসএন রেহেনা বেগম, মিডওয়াইফ শাপলা আক্তার, কহিনুর বেগম ও অন্যরা।আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহামুদুল হাসান পলাশ জানান, এই হাসপাতালে যোগদানের পর স্থানীয় ক্লিনিক গুলোতে সিজারের মাধ্যমে ডেলিভারী করতে মাঝেমধ্যেই প্রসুতি ও নবজাতকের মৃত্যু ঘটনায় ক্লিনিক ঘেরাও-ভাংচুর ও মহাসড়ক অবরোধ করে অসনিয় র্দুভোগের সৃষ্টি করা হতো।অশান্ত পরিস্থিতি শান্ত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়েএকাধিক বৈঠক করে সকলের সম্মতিতে সিজারকে না ও নরমাল ডেডলিভারীকে হ্যাঁ বলুন, শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিত ভাবে কাজ শুরু করেছি। এর আগে মাসে ৩/৪টি রনমাল ডেলিভারী করা হতো। গত নভেম্বর/২০১৭ইং থেকে আমরা প্রতিমাসে গড়ে সরকারী খরচে ৫০টি সুষ্ঠভাবে নরমাল ডেলিভারী সম্পন্ন করা হচ্ছে।

You must be Logged in to post comment.

ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু     |     মেহেরপুরে শরিকানা জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় বাবা ছেলে জখম     |     গাংনীতে কাজীপুর মুক্তিযোদ্ধাদের ৮ কবর স্মৃতি সৌধস্থল পরিদর্শন করলেন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু     |     টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু     |     ছাত‌কে গো‌বিন্দগঞ্জ ক‌লে‌জে অ‌বৈধ অধ্যক্ষ অপসার‌নের দা‌বি‌তে মানবন্ধন      |     মেহেরপুরে মাটি বহনকারী ট্রলির চাপায় শিশু নিহত     |     টাঙ্গাইল-৪ আসন ভিআইপি প্রার্থী লতিফ সিদ্দিকী দুই দলের বিষফোঁড়া     |     ডোমারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত     |     কোটচাঁদপুর জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৯!     |     বগুড়ার শেরপুরে প্রায় ৮ কোটি টাকা হাতিয়ে নিয়ে ফিলিং স্টেশনের মালিক লাপাত্তা     |